বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৭ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী মাছুম (৩৫) একই থানার মুখফুলদী এলাকার মৃত মতিউর রহমানের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাইফুল ইসলাম (৪৫) লম্বাদরদী এলাকার মনির হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাসেল (২৮) মুছাপুর এলাকার মৃত আহসান আলী মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রফিক (৩৪) সালেহনগর এলাকার মধু মিয়ার শাহীনূর (৪৫) সোনাকান্দা কবরস্থান রোড এলাকার আতাউর রহমান মিয়ার ছেলে সজিব (২৮) ও দেউলী চৌরাপাড়া এলাকার আলী আকবর মিয়ার ছেলে আল আমিন (৩৪)।গ্রেপ্তারকৃতদের সোমবার (১০ জুন) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (৯ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ