বন্দরে ভবনে ওয়ারিং কাজ করার সময় বিদুৎপৃষ্ট হয়ে মোহাম্মদ টুটুল (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকেলে বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টুটুল বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষনখোলা এলাকার রহমত উল্ল্যাহ মিয়ার ছেলে। র্দূঘটনার খবর পেয়ে বন্দর থানক পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী জানায়, টুটুল পেশায় একজন ওয়ারিং মিস্ত্রী। সে দীর্ঘ দিন ধরে তার মামা জাকির মিয়ার বাড়িতে বসবাস করে আসছে। সে শনিবার উত্তর লক্ষনখোলা এলাকার রুবেল মিয়ার নব নির্মিত বিল্ডিংয়ে ওয়ারিং কাজ করতে আসে। পরে বিকেল সাড়ে ৪টায় কাজ করার সময় অসাবধানতা বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশ নিহতের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) র্মগে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ