আড়াইহাজারে ভূমি সেবা সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা সহাকারী কমিশনারের কার্যালয়ে এই কর্মসূচীর উদ্ধোধন করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সহকারী কমিশনার ভুমি শামসুজ্জাহান কনক। আরও উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সামসুন্নাহার আকন্দ, পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ বলেন, ভূমি একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি মানুষ এই সেবার সাথে জড়িত। কোন মানুষ যাতে ভুমি অফিসে এসে হয়রানীর স্বীকার না হতে হয়। ভূমি সেবা নিশ্চিত করার জন্য সকলকে তিনি নির্দেশ দেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ