নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ মহানগর তাঁতীলীগের পক্ষে স্বর্গীয় রিনা সাহা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার স্থানীয় যাত্রার মাঠ খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এসময় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর তাঁতীলীগের সভাপতি চৌধুরী এইচ. এম.সাহেদ ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো:শহীদ বাদল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড:খোকন সাহা, সহ- সভাপতি এড: হান্নান আহমদ দুলাল, রবিউল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ হেনা প্রমুখ।
ফাইনাল খেলায় পিয়ারলেস ফয়সাল চ্যাম্পিয়ন ও রানাস আপ হয় ভেনামস হক।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু হাসনাত শহীদ বাদল বলেন মাদক, সন্ত্রাস থেকে, ইভটিজিং থেকে আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলারও ব্যবস্থা করতে হবে। এগুলো ভালোভাবে করতে না পারলে নতুন প্রজন্মকে রক্ষা করা যাবে না। বর্তমান সরকার শিক্ষা ও খেলাধুলার প্রতি বিশেষ নজর রেখেছেন। বাচ্চাদের খেলার মাঠের ব্যবস্থা করতে হবে। স্বর্গীয় রিনা দিদি শুধু আমাদের বন্ধুদের দিদি নয়, তিনি অসাম্প্রদায়িক ব্যক্তি। রিনা দি ছিলেন, আমাদের বড় বোন, মায়ের মত। দিদি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের সকলকে খুব স্নেহ করতেন। একজন বড় বোন, ভাইদের প্রতি যে দায়িত্ব, তা তিনি পালন করেছেন। দিদির জন্য আপনারা খেলার আয়োজন করেছেন। শত কাজ ফেলেও চলে এসেছি।
আজকের অনুষ্ঠানের আয়োজক নারায়ণগঞ্জ মহানগর তাঁতীলীগের নেতৃবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দিদির আত্মার শান্তি কামনা করি। যারা টুর্নামেন্ট অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ