ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীতে সকল কোরবানির পশুহাটে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এজন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
আজ শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ঈদ উপলক্ষে কোরবানির পশুহাটে ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, এবারের ঈদে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯টি গরুর হাট বসবে। যারমধ্যে দুটি স্থায়ী ও ১৭ টি অস্থায়ী। গরুর হাটের সকল ইজারাদারকে জানানো হয়েছে, তাদের হাটে বিভিন্ন অঞ্চল থেকে গরু আসবে, গরুর ট্রাকে যেন হাটের নাম, ইজারাদারের নাম ও মোবাইল ফোন নম্বর লিখে ব্যানার টানিয়ে দেয়। যাতে এক হাটের গরু অন্য হাটে নামিয়ে ফেলতে না পারে। জোরপূর্বক এক হাটের গরু অন্য হাটে নামানোর চেষ্টা করা হলে বা নিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হাটে যেন নিরাপদে পশু বেচাকেনা ও লেনদেন করতে পারে সেজন্য পোশাক পরা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মোতায়েন থাকবে।
কমিশনার বলেন, পশুহাটে ড্রোন পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সকল হাটে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অতিরিক্ত হাসিল যেন না নেওয়া হয় সেজন্য হাসিলের হার নির্ধারণ করে ব্যানার টানিয়ে দিতে বলা হয়েছে। কেউ যেন জাল টাকার লেনদেন করতে না পারে সেজন্য জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানোর জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে। লেনদেন সহজ করার জন্য প্রত্যেক হাটে নিকটস্থ ব্যাংকের শাখা খোলা থাকবে, পুলিশ নিরাপত্তা দেবে। প্রত্যেক হাটে পুলিশের একটি করে ক্যাম্প থাকবে। সকল হাটে যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে সে জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ