মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে জাসাসের কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলা সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়নের সোনারং গ্রামস্থ রিপন মল্লিকের বাড়িতে উপজেলা জাসাসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়৷
উপজেলা জাসাসের সভপতি মো. শাহীন আহামেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সুমন চোকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, জেলা জাসাস এর আহ্বায়ক মো. হাসান জাহাঙ্গীর।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাসাস এর সদস্য সচিব মো. আশরাফ উদ্দিন খান আসু।
এ সময় লৌহজং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক হাজী মো. ইকবাল বেপারী, কার্যকরী সদস্য হাজী মো. মাসুদ হাওলাদার, মোশারফ হোসেন বাবু, গাওদিয়া ইউনিয়ন জাসাস সভাপতি আনোয়ার শেখ, সাংগঠনিক সম্পাদক ডালিম শিকদার, ৪নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. হালিম বেপারী সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ ##
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ