প্রথমবারের মতো উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন বন্দর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. আলমগীর। সোমবার (১০ জুন) সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কার্যালয়ে বিভাগীয়ও কমিশনার মো. সাবিরুল ইসলাম ঢাকা বিভাগের বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। এ ছাড়াও এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে, ৮ মে বুধবার বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জয় লাভ করেন মো. আলমগীর। তিনি ১৭ হাজার ৬০৬ ভোটে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ভাইস চেয়ারম্যান পদে নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. আলমগীরের নিকটতম প্রতিদ্বন্দ্বি সানাউল্লাহ সানু পেয়েছেন ১৭হাজার ১ ভোট, মো. মোশাঈদ রহমান মুকিত পেয়েছেন ৮হাজার ৪০৬ ভোট ও শহিদুল ইসলাম জুয়েল পেয়েছেন ১৩হাজার ৪২৮ভোট। এ উপজেলা নির্বাচনে ৬০ হাজার ৩৬৪ টি ভোট কাস্ট করা হয়। যার মধ্যে বাতিল হয় ৪ হাজার ৪২৬টি ভোট, বৈধ হয় ৫৫ হাজার ৭৪০ টি ভোট।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ