আবারো বাংলাদেশের মানুষ লাইলী মজনুর প্রেম কাহিনির মত ইতিহাসের প্রমান দিলেন।
বাংলাদেশের মানুষরাই পারে ভালোবেসে মানুষকে অনেক আপন করে বুকে নিয়া সারাজীবন আগলে রাখতে।
এমনি এক ঘটনার জন্ম দিলেন নারায়ণগঞ্জ বন্দরের তরুণ মো: বিল্লাল হোসেন সাজেন।
গত ৪বছর যাবৎ সাজেন এই তরুণীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন।
সাজেন একটি রেস্টুরেন্টে শেফ হিসেবে কাজ করা অবস্থায় তরুণীর সাথে প্রথম পরিচয়। পরিচয় থেকে প্রেম, প্রেম থেকে তাদের বিয়ে।
২বছর যাবৎ তারা বিয়ের বন্ধনে আবদ্ধ আছেন। একে অপরকে অনেক ভালোবাসেন কখনো তাদে মধ্যে কোন ধরনের ঝগড়া বিবাদ হয়নি।
সাজেন দেশে আসার কিছুদিন পরেই তার বৌ তাকে ফোন দিয়ে বলেন আমি ফ্লাইটে উঠতেছি বাংলাদেশের উদ্দেশ্যে সাজেন শুনে কি করবে বুঝতেছিলোনা।
খুভ দ্রুত যতটুকু সম্ভব ফরেনারের অনুকুলে পরিবেশ তৌরি করার চেস্টা করেন।
তবে বাংলাদেশে এসে সবার সাথে তালমিলিয়ে চলতে তার তেমন কোন সমস্যা হচ্ছেনা বলে জানিয়েছেন আফ্রিকান তরুণী।
সাজেনের বাবা মা সহ এলাকাবাসী এবিষয় নিয়ে অনেক আনন্দিত।