অসুস্থ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাগর প্রধানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গতকাল ৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় সাগর প্রধানের বাসভবনে গেলেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মহানগর শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক এসএম আসলাম। এ সময় তিনি যুবদল নেতা সাগর প্রধানের সুস্থ্যতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।
জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়িস্থ সাগর প্রধানের বাসভবনে উপস্থিত হয়ে সাগর প্রধানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। এসময় শ্রমিক নেতা এসএম আসলাম বলেন, আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের শিক্ষা হলো, আমাদের সহকর্মী যদি অসুস্থ হন, বা তাদের পরিবার কোন সমস্যায় পড়েন, আমরা তাদের খোঁজখবর রাখতে হবে, দোয়া করতে হবে এবং পাশে দাঁড়াতে হবে। সেই শিক্ষায় আজ আমরা আমাদের সহকর্মীদের পাশে এসেছি। আমরা দোয়া করি সাগর প্রধান যেনো অতি দ্রুত আরোগ্য লাভ করেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ