মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে৷
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বড়মোকাম বাজার হাসপাতাল মাঠে আয়োজিত অনুষ্ঠানে দোয়া মহফিলে এসব কম্বল বিতরণ করা হয়।
গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব শাহ্ আলম শিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব বাদল হাওলাদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মধ্যে কম্বল তুলে দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, যুবদলের আহবায়ক মুক্তার হোসেন খান, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ইকবাল বেপারী, গাঁওদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রিপন তালুকদার, সাধারণ সম্পাদক মঞ্জিল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তানভীর আহম্মেদ অভি, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রতন শিকদার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরআলম বেপারী, সিনিয়র সহ-সভাপতি হালিম বেপারী, প্রমুখ। ##
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ