বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সনাতন ধর্মালম্বীদের নিয়ে শারদীয় দুর্গোৎস উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় সরকারি লৌহজং কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হাবীবুর রহমান চাকলাদর অপুর সভাপতিত্বে ও সদস্য আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটর যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে আহবান করেছে বাংলাদেশে নয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান থাকবেনা, শুধু একটা মাত্র জাতি থাকবে সেটা হলো বাংলাদেশী৷ আমাদের মহান মুক্তিযুদ্ধে কেউ কোন ধর্মীয় পরিচয়ে অংশ নেয় নাই, সবাই বাংলাদেশী পরিচয়েই অংশ নিয়েছে, তাই আমরা সকলে মিলে একটি জাতীয়তাবাদের সরকার গঠন করতে চাই যেখানে কোন হিন্দু মুসলমান থাকবে না, সংখ্যা লঘু বলতে কেউই থাকবে না, সবারই পরিচয় হবে বাংলাদেশী। এই পরিচয়ে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব স্বাধীন ভাবে নিশ্চিতে পালন করতে পারবে এটাই আমরা নিশ্চিত কারতে চাই। মুক্তিযুদ্ধের সময়ের ইতিহাস টেনে তিনি আরো বলেন মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের বাড়ীতে এলাকায় চারটি হিন্দু পরিবারের পনের জন সদস্য দীর্ঘ দিন অবস্থান করছিল আমরা তাদের নিজের পরিবারের মত করেই এক সঙ্গে থেকেছি। এখনো এক সঙ্গে থাকবো। কোন অপশক্তি ই আমাদের সাম্প্রদায়িক সম্প্রতির ফাটল ধরাতে পাবেনা। আর যারাই চেস্টা করবে তাদের উচিত জবাব দেওয়া হবে সরকারি লৌহজং কলেজ মাঠে তিনি এ কথা কলেন৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক
জয়ন্ত কুমার কুন্ডু৷
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী৷
এ সময় উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সহ-সভাপতি কৃষ্ণ দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কহিনুর শিকদার, এম শুভ আহমেদ, বাদল হাওলাদার, শাহ কামাল ঢালী, গোলাম গাউজ সিদ্দিকি, আরিফুজ্জামান লাভলু, শাহ আলম শিকদার, মোহাম্মদ আবু তাহের মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, সদস্য সচিব পাভেল মোল্লা, তানভীর আহম্মেদ অভি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অলক কুমার মিত্র, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্চিত মন্ডল তুষার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমিত কুমার সিংহ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট বিপ্লব সাহা।
সমাবেশ শেষে সক কয়টি পূজা মন্ডপে আর্থিক সহযোগিতা প্রধান করেন৷##
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ