বৈষম্যবিরোধী যৌক্তিক ছাত্র আন্দোলনে সারাদেশে নিহতদের শ্রদ্ধা জানিয়ে মুন্সীগঞ্জের লৌহজংয়ে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১১ আগষ্ট) দুপুরে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামস্থ ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে আন্দোলনে শহীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কলেজের সম্মেলনকক্ষে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
শোক সভায় উক্ত কলেজের বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীসহ ও প্রতিষ্ঠান কোমলমতি শিশু শিক্ষার্থী ছাত্র-শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করে।
দোয়া মোনাজাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আহদের সুস্থতা কামনা করা হয়। ছাত্রদের প্রতি সমস্তক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন ইউনুস খান মেমোরিয়া স্কুল এন্ড কলেজে ও মাহমুদা খানম মেমোরিয়াল হেলথ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ফরিদুর রহমান খান, কলেজের প্রিন্সিপাল প্রফেসর কামরুল হুদা৷
এ সময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটি সদস্য রাফিয়া খান, মো:আসিফুর রহমান ও রনি রহমান খান, রবিন খান প্রমুখ৷ #
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ