সোনারগাঁয়ের দুধঘাটা এলাকার মেঘনা নদীর শাখা খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ জুন) সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
তথ্যটি নিশ্চিত করেছেন বৈদ্যেরবাজার নৌ পুলিশ উপ পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে আমরা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়) এ প্রেরণ করেছি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। এখনও তার পরিচয় পাই নি। নিহতের দেহে কোন ক্ষতের চিহ্ন দেখা যায়নি। নিহতের পরিচয় অনুসন্ধানে আমাদের চেষ্টা অব্যাহত আছে। থানায় মামলা প্রক্রিয়াধীন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ