নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় অতিথি সারি ছেড়ে সামনের নেতাকর্মীদের সারিতে এসে সেখানে বসে কর্মীসভার নেতাকর্মীদের সাথে কথা বলেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী। এসময় নেতাকর্মীদের হাতে হেঁটে হেঁটে কথা বলেন তিনি। সামনের সারিতে বসা তৃণমূলের কর্মীদের সাথে এগিয়ে গিয়ে হাত মিলিয়ে তাদের খোঁজ খবর নেন এই নেতা। বুধবার (৫ জুন) নারায়ণগঞ্জের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতি মিলনায়তনে আয়োজিত এ কর্মী সভায় এমন দৃশ্য দেখা যায়। এতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এম জি মাসুম রাসেল, ছালমা সুলতানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ চৌধুরী ফয়সাল, আনোয়ার হোসেন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এম আর গনি মোস্তফা, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজীব, সদস্য সফিকুর রহমান দেওয়ান। এছাড়া মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব প্রমূখ উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ