নারায়ণগঞ্জে নদীপথে বিভিন্ন জেলা থেকে আসছে কোরবানির পশু। এসব পশুগুলো নদীসংলগ্ন বিভিন্ন হাটে নামানো হচ্ছে। এদিকে নৌ পথে কোরবানির পশুর যাতায়াতকে কেন্দ্র করে ব্যাপারী ও ট্রলারের নিরাপত্তায় সতর্ক রয়েছে নৌ পুলিশের সদস্যরা। মঙ্গলবার (১১ জুন) সরেজমিনে শীতলক্ষ্যা নদীতে দেখা যায়, কিছুক্ষন পর পর ট্রলারে করে বিভিন্ন হাটে কোরবানির পশু নিয়ে যাচ্ছেন ব্যাপারীরা। এর মাঝে দেখা যায় নৌ পুলিশের টহলও।
নৌ পুলিশ সুত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে নদীপথে কোরবানির পশু যাতায়াতকে কেন্দ্র করে নৌ পুলিশের নজরদারি ও টহল ইতোমধ্যে বৃদ্ধি করা হয়েছে। কোথাও যেন কোন ধরনের চাঁদাবাজি বা রশি টানাটানি না হয় সেদিকেও লক্ষ্য রাখছে পুলিশ প্রশাসন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ