সারাদিন উচ্চতাপমাত্রা থাকলেও বিকেল হওয়ার সাথে সাথে নগরীর আকাশ দেখা যায় মেঘাচ্ছান্ন। সারাদিন তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টিতে ভিজল নগরবাসী। শুক্রবার (৭ জুন) সন্ধা পৌনে ৮ টার দিকে নগরীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এতে গরম তাপমাত্রা থেকে শীতল আবহাওয়ার পরশ পেয়েছে জনসাধারণ।
এক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল শনিবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ