নারায়ণগঞ্জে মহানগর বিএনপির ইফতার মহফিলে যোগ দিতে এসে নেতাকর্মীদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। অনুষ্ঠানস্থলের প্রবেশ পথে বাইরে থেকে বন্ধ করে দেয়া থাকলেও ভেতরে চলছিল মহানগর বিএনপির ইফতার মহফিল। এমন পরিস্থিতিতে নেতাকর্মীরা ইফতার মহফিলে এসেও অনেকে ফিরে গেছেন আবার অনেকে ইফতারের পরেও বাইরে দাঁড়িয়ে নেতাদের জন্য অপেক্ষা করেছেন।
শনিবার (৩০ মার্চ) বিকেলে শহরের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতি মিলনায়তনে এ ইফতার মহফিল অনুষ্ঠিত হয়। এতে ভার্চ্যুয়ালি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বিকেল সাড়ে ৫ টার দিকে ইফতার মহফিলস্থলে গেলে জানা যায়, সেখানে দলের কিছু নেতাকর্মীদের ভেতরে প্রবেশ করানোর পর থেকেই বন্ধ করে দেয়া হয় মিলনায়তনের ফটক। এরপর দলের নেতাকর্মীদেরকেও সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি।
দলের একাধিক সূত্র জানায়, দলের অভ্যন্তরীন কোন্দলসহ নানা কারণে যেন কোনভাবেই ইফতার মহফিলে বিশৃঙ্খলা না হয় সেজন্য নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া ইফতার মহফিলে খাবারের আয়োজন ছিল হাতেগোনা মানুষের জন্য। যার ফলে সেখানে নির্ধারিত সংখ্যার বাইরে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।
এদিকে অনুষ্ঠানের শুরুতে মঞ্চে মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সাথে মঞ্চে থাকা না থাকা নিয়ে বাদানুবাদ হয় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সাথে। এসময় ক্ষুব্দ হয়ে শাহেদ অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যেতে চাইলে তাকে ফেরান গয়েশ্বর চন্দ্র রায়। মূলদল ছাড়াও অঙ্গ সংগঠনের অনেক পদধারী শীর্ষ নেতাও প্রধান ফটক বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেননি।
এ ব্যাপারে জানতে চাইলে মহানগর বিএনপির পদধারী কোন নেতাই মন্তব্য করতে রাজি হননি। তবে তারা জানিয়েছেন এ সিদ্ধান্ত মহানগর বিএনপির শীর্ষ নেতারাই নিয়েছেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ