নারায়ণগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হলো জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শহরে মহানগর কৃষকদল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে।
গতকাল বুধবার ( ১১ ডিসেম্বর) বিকালে শহরের চাষাড়া থেকে মহানগর কৃষক দলের সংগ্রামী সভাপতি এনামুল হক খন্দকার স্বপন ও সাধারন সম্পাদক সাইফুদ্দিন ফয়সালের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে র্যালীটি শেষ হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্যে সভাপতি খন্দকার স্বপন ও সাধারন সম্পাদক ফয়সাল বলেন, ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমান দেশ গঠনে ৩১দফা ঘোষনা করেছেন। যা বাঙ্গলীর মুক্তির সনদ। যেখানে আমাদের কৃষকদের ভাগ্য উন্নয়নের কথা উল্লেখ রয়েছে। আমরা জাতীয়তাবাদী কৃষকদলের নেতৃত্বে আগামী দিনে তারেক রহমানের নির্দেশে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। এ কাজে তারা কৃষকদলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
বর্ণাঢ্য র্যালীতে আরো উপস্থিত ছিলেন মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র সহ সভাপতি নাজমুল কবির নাহিদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, দপ্তর সম্পাদক শওকত খন্দকার, মহানগর কৃষক দল নেতা মাসুদ আহমেদ, সদর থানা কৃষক দলের সভাপতি রানা মুজিব, সাধারন সম্পাদক রানা মুন্সী, মামুন খন্দকার, মাসুদ, বন্দর থানা কৃষক দলের সভাপতি লিটন, সাধারন সম্পাদক শান্ত, বন্দর উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক, সাধারন সম্পাদক সেলিম প্রমুখ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ