1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. sohag42000@gmail.com : sohag :
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন ও ইফতার মাহফিল  ফতুল্লার কুতুবপুর-নয়ামাটি এলাকার শীর্ষ সন্ত্রাসী ওসমানদের দোসর ডেভিল শরীফ গ্রেফতার মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বন্দর মুছাপুর ছাত্র জনতার উপর হামলাকারী আওয়ামী লীগ নেতার গ্রেফতারের দাবি ইসলামী আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা ** সভাপতি সোহেল প্রধান, সেক্রেটারী মজিদ ও সাংগঠনিক ইকবাল নির্বাচিত লৌহজংয়ে ২৩ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার জেলা বিএনপি’র সমাবেশে নাসিক ১০নং ওয়ার্ড থেকে ১০নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক লেকুর নেতৃত্বে তাঁক লাগানো মিছিল নিয়ে যোগদান জেলা বিএনপি’র সমাবেশে নাসিক ৮নং ওয়ার্ড থেকে সভাপতি শামসুদ্দিন শেখ ও সাংগঠনিক সম্পাদক মাসুম প্রধানের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান লৌহজংয়ে পালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ দীর্ঘ ১৬ বছর পর অবাধ ও সুষ্টু নির্বাচনের প্রত্যাশা করছে চৌধুরীবাড়ী ব্যবসায়ীরা

গোদনাইল এনায়েতনগরের আল-আমীনকে হত্যা চেষ্টা মামলায় শামীম ওসমানসহ আসামী ৩৯৫

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে নাসিক ৮নং ওয়ার্ড গোদনাইল এনায়েতনগরের মো. আল-আমিন (৩৬) নামের এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে প্রধান করে ৯৫ জনের নাম উল্লেখ করে  আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করে  একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নিজেই। মামলায় আসামিদের মধ্যে রয়েছে, শামীম ওসমানপুত্র একেএম অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), নারায়ণগঞ্জ মহানগর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি (৫৫), নাসিক ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর উদ্দিন মিয়া (৫৫), ৩ নং ওয়ার্ডের শাহজালাল বাদল (৪২), আদমজী আঞ্চলীক শ্রমিকলীগের সদস্য সচিব সাদ্দাম ও তার ভাই সোহেলসহ আ:লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।  মামলার এজাহারে তুলে ধরা হয়েছে, গত ৩ আগস্ট রাত সাড়ে ৮ টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডস্থ মিতালি মার্কেটের সামনে ছাত্র- জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভুক্তভোগীসহ জুলুম বিরোধীদের উপর অতর্কিত হামলা চালায় এই মামলার আসামিরা।  ওইসময় জনতাকে উদ্দেশ্য করে নির্বিচারে গুলিবর্ষণ ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলার একপর্যায়ে আল-আমিনের ডান হাতে লোহার রডের বারি লেগে হাড় ভেঙ্গে গুরুতর আহত হয়ে যান। পরবর্তীতে আহতাবস্থায় ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তি তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যান।

আসামিদের তালিকা :

১। এ.কে.এম শামিম ওসমান (৬৪), ২।  মতিউর রহমান মতি (৫৫) ৩। আজমেরি ওসমান (৪৫) ৪।  শাহ নিজাম (৫৬) ৫।  অয়ন ওসমান (৩৭) ৬। কামরুল (৩৪) ৭।  যাছেন (৩৪) ৮।  আসলাম (৩১) ৯।  বাদল (৪৮) ১০।  আবদুল করিম (৪৫)১১।  মোঃ আমিনুল ইসলাম (৪৫) ১২।  আমির হোসেন (৪৮) ১৩।  সারফিন মাসুম (৩৮) ১৪। মোঃ ইমরান (৩৫) ১৫।  মোঃ মানিক (৩৫) ১৬।  মোঃ আপেল (৩৮) ১৭।  মোঃ মানিক (৩৪) ১৮।  আঃ হাকিম (৪৫)  ১৯।  জাহাজীর পাটুয়ায়ী (৫৫) ২০।  মোঃ আলামিন (৩৮) ২১। মোঃ ইমরান মিয়া (৪৮) ২২। মোঃ আবুল ফালাম (৪০) ২৩। মোঃ জাহাজীর ১৯(৩৮) কালামের অগ্নিপতি ২৪।  মোঃ মহিউদ্দিন (৪৮) ২৫।  ছিফাত (৩০) ২৬। ঈমাম হোসেন (৫৫) ২৭। মীর হোসেন (৪৮) ২৮।  আবুল হাসেম ওরফে গরু ২৫ হাসেম (৫২) ২৯।  সুজন (৪২) ৩০।  আবুল কাসেম (৫৫)  ৩১। মাওলানা ওবায়দুল হক ৩২।  নূর আলম ৩৩।  হানিফ মিয়া (৪৫) ৩৪।  আনোয়ার হোসেন (৪০) ৩৫। শুকুর আলী (৪২) ৩৬।  সাইফুল ওরফে চানাচুর সাইফুল (৪৫) ৩৭।  ঈমান আলী (৪৮) ৩৮।  সিরাজ ওরফে কানা সিরাজ (৪৮) ৩৯।  জাহাঙ্গীর (৪৫) ৪০।  মিন্টু ওরফে পাঠা মিন্টু (৪৫) ৪১।  আমির হোসেন (৪৮) ৪২।  ৪৪।  মোঃ নুর আলম (৪৮) ৪৫।  ছানাউল্লাহ ছানি (৪৫) ৪৬।  ফিরোজ মিয়া (৪৮) ৪৭। আবদুল মতিন ওরফে পাগলা মতিন (৪৮) ৪৮। মাইন উদ্দিন (৩২) ৪৯। মোঃ ফরিদ মিয়া (৫৫) ৫০।  মোঃ আল আমিন (২৫) পিতা-দেলোয়ার হোসেন ৫১। আরিফ (৫০) ৫২।  শাহাবুদ্দিন (৪৪) ৫৩।  শাওন (২৩) ৫৪। মোঃ জসিম হোসেন (৩০) ৫৫। জাকির হোসেন (৩৪) ৫৬।  সাদ্দাম ৫৭। আলাউদ্দিন ৫৮।  মোঃ ইসমাইল (২৯) ৫৯।  আক্তার হোসেন (৪২) ৬০।  কাজী আসিফ (৩২) ৬১।  আলাউদ্দিন (৩৪) ৬২।  লিটন (৪৩) ৬৩।  আল আমিন (৩০) ৬৪।  পানি আক্তার (৩৮), ৬৫।  রুহুল আমিন (৪৬) ৬৬।  মোহাম্মদ আলী (৩৮) ৬৭।  ভাগিনা মামুন ৬৮।  হাজী ইয়াছিন (৬২) ৬৯।  নুরউদ্দিন মিয়া (৫৫) ৭০।  দুরুজ্জামান জজ মিয়া (৫৮) ৭১।  নুরসালাম (৬৫) ৭২। নূরুল হক (৫৩)৭৩। শাহজালাল বাদন (৪২) ৭৪। শরিফ (৩২) ৭৫। হাবিবুল্লাহ হবুল (৫০) ৭৬। মাহবুবুর রহমান (৪৯) ৭৭।  আশরাফ (৪৮) ৭৮। বরিশাইল্যা মজিবর (৫৮)৭৯। সালাউদ্দিন সানি (৪২) ৮০।  আমির হোসাইন ভান্ডারী (৬০) ৮১।  ফেরদৌস আলম (৫২) এইচ আর  ৮২। দেলোয়ার হোসেন দেলু (৫০) ৮৩। মিজানুর রহমান মিলন (৩৯) ৮৪।  মানিক মাষ্টার (৪৮) ৮৫।  মোঃ ইউসুফ আলী মাসুদ (৪১) ৮৬।  আল আমিন (৩৮) ৮৭।  শামীম জমিদার (৫৫) ৮৮। মোঃ মহসিন ৮৯। ফিরোজ (৫০) ৯০।  বিল্লাল হোসেন (৩০) ৯১। সোহেল (৪০) ৯২।  সালাম মোল্লা (৪৮) ৯৩।  ইয়াছিন আরাফাত রাসেল (৩৫), ৯৪। মাসুম (৪২)৯৫। জামান মিয়া (৩৯)। এ দিকে মামলার বিষয়ে জানতে বাদী আল-আমীনকে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park