ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার নয়াপল্টনে বিএনপির বর্ণাঢ্য র্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ থেকে মহানগর কৃষকদলের সংগ্রামী সভাপতি এনামুল হক খন্দকার স্বপন এবং সংগ্রামী সাধারন সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে। ঢাকার রাজপথে নারয়ণগঞ্জ মহানগর কৃষকদলের এই মিছিলটি সকলের নজর কাড়ে। মিছিলে সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর ও বন্দর থানার বিভিন্ন ইউনিয়নের কৃষকদলের নেতাকর্মীরা অংশ গ্রহন করে শো-ডাউন করে।
গত শুক্রবার (৮ নভেম্বর) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন নয়াপল্টনে বিএনপির র্যালিকে সফল করতে দুপুরে বাস যোগে নারায়ণগঞ্জ মহানগর অর্ন্তগত কৃষকদলের বিভিন্ন থানা ও ইউনিয়নের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে মিছিল নিয়ে মতিঝিল বিআরটিসি ভবনের সামনে এসে জড়ো হয়। এরপর নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সংগ্রামী সভাপতি এনামুল হক খন্দকার স্বপন এবং সংগ্রামী সাধারন সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে বিএনপি’র বর্নাট্য অনুষ্টান ও র্যালিতে অংশ গ্রহন করেন। এ সময় মহানগর কৃষকদলের নেতাকর্মীদের বিভিন্ন শ্লোগানে শ্লোগানে প্রকল্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথসহ পুরো এলাকা।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ