রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে ‘পুলিশ-ছাত্রলীগের হামলায় নিহত আবু সাঈদ হত্যার বিচার’ এবং যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট । মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোটের জেলার সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্ত্তী, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ, সিপিবি নেতা ইকবাল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্র ইউনিয়ন জেলার যুগ্ম আহ্বায়ক ফারজানা চৈতি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ