প্রকাশিত হয়েছে নারায়ণগঞ্জের সন্তান অরিন্দম পাল ঝিনুক’র নতুন গান ‘ওরে নদী’। ধ্রব মিউজিক স্টেশন থেকে ওই গান প্রকাশ করা হয়েছে। ‘ওরে নদী’ গানটিতে কথা, সুর, কন্ঠ, এডিটিং ও পরিচালনা করেছেন অরিন্দম পাল ঝিনুক। সঙ্গীত, মিক্স, মাস্টার শিমুল দীপ বিজন। চিত্রগ্রহণ করেছেন রাকিব সুহাস। গানটি উৎর্সগ করা হয়েছে শিল্পী, সংগঠক, নাট্য-নির্দেশক, শিক্ষক অধ্যাপক অসিত কুমারের প্রতি
শিল্পী জানান, ‘শীতলক্ষ্যা নদীর ধারে বসেই লোকজ ধাচের এই গানটি লেখা ও সুর করা হয়েছিল ১৩-১৪ বছর আগে। দীর্ঘদিন পর গানটি রেকর্ড করে মিউজিক ভিডিও বানানো হলো। আশা করি গানটা সবার ভাল লাগবে।’ এ পর্যন্ত শিল্পীর প্রকাশিত মৌলিক গানের সংখ্যা ৩০টি। ‘এপিজে ক্রিয়েশন’ নামে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ