নারায়ণগঞ্জে ডেঙ্গু মশার বিস্তার কিছুটা কমতে শুরু করেছে। এডিস মশাবাহিত ভাইরাসটির সংক্রমণও অনেকটা কমতির দিকে। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ১ জন। এ নিয়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮৪ জন।
জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জে এ যাবৎ কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মৃত্যর সংখ্যা আছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি রবিবার (২১ জানুয়ারি) সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ০ জন, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ১ জন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০ জন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০ জন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০ জন ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
বর্তমানে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১ জন, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ২ জন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০ জন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০ জন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০ জন ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে। পুরো জেলায় মোট ৩ জন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন। চলতি মাসে নারায়ণগঞ্জে মোট ১৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ