1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. sohag42000@gmail.com : sohag :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পিরোজপুর পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন নাসিক ৮নং ওয়ার্ডের বিক্ষোভ মিছিল লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে একসঙ্গে ৫ গাড়ি সংঘর্ষ আহত ১২ লৌহজংয়ে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের পক্ষ থেকে পবিত্র আশুরার শুভেচ্ছা জানিয়েছেন আহবায়ক সালাউদ্দিন মিয়া নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে বিএনপি’র সদস্য ফরম বিতরন অনুষ্টানে আকাশ প্রধানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান প্রথম মোশারফ হোসেনকে দিয়ে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সদস্য ফরম বিতরন শুরু মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে পবিত্র আশুরার শুভেচ্ছা জানিয়েছেন আহবায়ক এস এম আসলাম লৌহজংয়ে গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে জেল জরিমানা

নগরীর সড়কে অবৈধ স্ট্যান্ড-পার্কিং দিয়ে দখলদারিত্ব চলছেই

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

নগরীর সড়কগুলো দখলের হাত থেকে রক্ষা পাচ্ছে না। সিএনজি, লেগুনা, বাসের অবৈধ স্ট্যান্ড; ফুটপাথে হকারদের বসাসহ সড়কের পাশে অবৈধ পার্কিং এর কারণে যান চলাচলের বড় একটি অংশ দখলে থেকে যাচ্ছে। যাতায়াতের জন্য নগরীতে চওড়া সড়ক থাকলেও নগরবাসীর চলাচলে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। যার ফলে যানজটের সমস্যা যেন বেড়েই চলছে।
অথচ নগরীর যানজট ও হকার সমস্যা দূর করতে চলতি বছরের ফেব্রুয়ারিতে একত্রিত হয়েছিলেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র, সংসদ সদস্য সেলিম ওসামন, সংসদ সদস্য শামীম ওসমান, জেলা প্রশাসক মাহমুদুল হকসহ অনেকেই অংশ নিয়েছিলেন এক গোল টেবিল বৈঠকে। নগরী থেকে যানজট ও হকার সমস্যা নিরসনে নানা সিদ্ধান্ত নেওয়া হয় এ বৈঠকে। এর পরদিন থেকেই এর প্রভাব পরে নগরীতে। মিরজুমলা সড়ক, শায়েস্তা খা সড়ক, বঙ্গবন্ধু সড়কসহ নগরীর বেশ কিছু সড়কে উচ্ছেদ অভিযান চালানো হয়। বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন সড়কের বেশির ভাগ অংশ হয় দখলমুক্ত। বেশ কিছু সময় যাওয়ার পর আবারো বাস, সিএনজির, লেগুনার অবৈধ স্ট্যান্ড বসতে শুরু করে। এর পাশাপাশি ফুটপাথ অবৈধ পার্কিং ও হকারদের দখলে আসে। হকার নেতাদের আন্দোলনের কারণে চাষাঢ়া খাজা মার্কেটের সামনে থেকে শুরু করে মেট্রো হল পর্যন্ত সড়কের একপাশে বসার সুযোগ করে দেওয়া হয়েছিল। কথা ছিল এরই মধ্যে তারা বেচা-কেনা করবেন। কিন্তু আবারও বঙ্গবন্ধু সড়কে তাদের বসতে দেখা যাচ্ছে। সবমিলিয়ে চলাচলে নগরবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। কবে সড়কগুলো দখলমুক্ত হবে তাই এখন তাদের আকাঙ্খা।
মঙ্গলবার (১১ জুন) চাষাঢ়া শান্তনা মর্কেটের পেরিয়ে একটু সামনে, চাষাঢ়া চত্বরে ও বঙ্গবন্ধু সড়কের বেশ কিছু প্রান্তে গিয়ে সরেজমিনে গিয়ে সিএনজি, লেগুনার অবৈধ স্ট্যান্ড দেখা যায়। এরই সাথে অবৈধভাবে গাড়ি ও মোটরসাইকেল পার্কিংসহ হকারদের বসতে দেখা যায়।

এদিকে, সড়ক দখলমুক্ত করতে মাঠে স্পেশাল টিম নামছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর। এনিয়ে তিনি বলেন, আমাদের বিশেষ টিম ১১ জুন থেকে অর্থাৎ আজ থেকেই মাঠ পর্যায়ে কাজ করবে। সড়কের নো-পার্কিং জোনে গাড়ি থাকলে উচ্ছেদ করা হবে। সেই সাথে ফুটপাত দখল করে হকারদের বসা ও অবৈধ স্ট্যান্ড সব কিছুই সরানো হবে। কেউ নির্দেশ না মানলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park