ঈদের আগে শ্রমিকদের মার্চ মাসের বেতন ও বোনাসের দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। রবিবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিকদের বকেয়া পরিশোধ, নিত্যপণ্যের উচ্চ মূল্য বিবেচনায় শ্রমিকদের মহার্ঘ ভাতা প্রদান, রেশন ব্যবস্থা চালু করা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ও ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবি জানান।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী-পুলিশ লাইন-তাগারপাড় শিল্পাঞ্চল শাখার সভাপতি হাসনাত কবীর।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ