নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেছেন, পুলিশ হকার কন্ট্রোল করতে যাবে এটা আসলে ঠিক না। পুলিশরা ভ্যানে করে হকারদের মালামাল ছিনতাই করে নিয়ে যাবে এটা দেখতে খারাপ লাগে। আমাদের ওসি সার্বক্ষণিক নিজেদের ফোর্স নিয়ে মার্কেটটা নিরাপত্তার বিষয় ব্যস্ত থাকছেন। কিন্তু কোথাও যদি অঘটন ঘটে সেখানে কিন্তু ওসিকে পাওয়া যাচ্ছে না। এখানে যদি একটা মোবাইল কোর্ট সিস্টেম করা হয় তাহলে ভালো হবে। হকাররাও বুঝবে যে তারা আইনগত ভাবে অপরাধ করছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা করা হচ্ছে।
শনিবার (৩০ মার্চ) দুপুরে বিকেএমইএ ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শওকত হাসেম শকু ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্নাসহ আরও অনেকে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ