নারায়ণগঞ্জে রমজানের শুরুতে ৫০০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হওয়া তরমুজ এখন পানির দরে বিক্রি হচ্ছে। ছোট ও মাজারি আকারের তরমুজ এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার (২৯ মার্চ) শহরের কালিরবাজার এলাকায় পাইকারি পলের আড়ৎ ও আশেপাশের খুচরা ফলের দোকানে ঘুরে এ দৃশ্য দেখা গেছে। বাজারে বড় সাইজের তরমুজ ২৫০ থেকে ৩০০ টাকার বিক্রি হচ্ছে। অন্য দিকে ছোট ও মাঝারি আকারের তরমুজ ১০০ থেকে ৫০ টাকার বিক্রি হচ্ছে। এর আগে রমজানের শুরুতে ৬০০ থেকে ৭০০ টাকা পিস দরে তরমুজ বিক্রি হয় নারায়ণগঞ্জে। মূল্য কমাতে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হলেি সেসময় তা কাজে আসেনি। তবে অতিরিক্ত দাম হওয়ায় ভোক্তাদের অনাগ্রহ ও বাজারে তরমুজের সরবরাহ হঠাৎ বেড়ে যাওয়ায় তরমুজের দাম কমে গেছে। কালীরবাজার এালাকার চারারগোপ ফলের আড়ৎে গিয়ে দেখা যায়, বড় বড় ট্রলার ভর্তি তরমুজ এসে ভিড়ছে। ফলের পাইকারি ব্যাবসায়ীরা জানান, এবার তরমুজের ফলন ভাল হয়েছে। শহরাঞ্চলে সরবরাহ বাড়ছে তাই তরমুজের দাম কম এখন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ