নারায়ণগঞ্জের সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় চলাচলরত ব্যাটারি চালিত রিক্সা, মিশুক ও ইজিবাইক থেকে বিপুল অংকের চাঁদাবাজির ঘটনা ঘটছে। এক শ্রেণির অসাধু ট্রাফিক পুলিশ সদস্য ও কিছু নামধারি সাংবাদিকের সিন্ডিকেট এসব ব্যাটারিচালিত যান থেকে ষ্টিকার, কার্ড কিংবা চাবির রিং দিয়ে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা। দিনের পর দিন সকলের চোখের সামনে চলে আসা এই চাঁদাবাজি রোধ করতে কোনো মহলই কার্যকর কোনো পদক্ষেপ গ্রহন করছে না। তাই নগরবাসীর মনে প্রশ্ন জেগেছে পুলিশ-সাংবাদিকের এই রমরমা অটো বানিজ্য রুখবে কে ?
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ