গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পুলিশ ব্যুরো অব এনভেস্টিগেশন (পিবিআই ) নারায়ণগঞ্জ জেলা থেকে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আতাউর রহমান ভুইয়াকে নানা আয়োজনের মাধ্যমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রবিবার (৩ মার্চ) সকাল ১২ টায় সাইনবোর্ডস্থ নারায়ণগঞ্জ জেলা পিবিআই অফিসে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পিবিআই পুলিশ সুপার মোঃ আল মামুন সিকদার।
বিদায়ী পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আতাউর রহমান ভুইয়া ১৯৮৯ সালে কনস্টেবল হিসেবে চাকরিতে যোগদান করেন ও সুনামের সাথে দীর্ঘদিন চাকরির জীবন শেষ করেন এবং বিভিন্ন সময় পদোন্নতিতে পুলিশ পরিদর্শক হিসেবে সর্বশেষ কাজ করেন। এবং ২০২৪ সালের ৪মার্চ পর্যন্ত চাকরীতে নিয়োজিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আতাউর রহমান ভুইয়ার ধর্মধর্মিনী ও তার দুই কন্যা। এসময় আরো উপস্থিত ছিলেন, পিবিআই নারায়ণগঞ্জ জেলার সকল কর্মকর্তা ও কর্মচারীরা ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ