সরকারি নির্দেশনা অমান্য করে এখনও অপরিবর্তিত রাখা হয়েছে সয়াবিন তেলের দাম। আগের দামেই বিক্রি হচ্ছে নিত্যদিনের অতি প্রয়োজনীয় এই তেল। বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের এক সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ঘোষণা দেওয়া হয়, ১ মার্চ থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হবে। তবে ঘাষণার পর ২ দিনেও তেলর দাম অপরিবর্তিত থাকায় ক্ষোভ প্রকাশ করছে ক্রেতারা। নির্দেশনা পর তেলের দাম না কমার পিছনে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্যর্থতাকে দায়ি বলে মনে করছেন সচেতন মহল।
শনিবার (২ মার্চ) বিকেলে সরেজমিনে এমনই তথ্য মেলে নগরীর দিগুবাবুর বাজারে। ২০ ফেব্রæয়ারি তেলের নতুন দাম নির্ধারন করে বাণিজ্য মন্ত্রণালয়। কথা ছিলো ১ মার্চ থেকে কার্যকর হবে। কিন্তু সরকারি নির্দেশনা না মেনে এখনও খুচরা পর্যায় বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটারে ১৭০ টাকায় এবং ৫ লিটার তেল বিক্রি হচ্ছে ৮০৫ থেকে ৮১০ টাকায়। এতে বিপাকে পরছেন মধ্য আয়ের জনগণ।এবিষয়ে ক্রেতা আক্তার হোসেন বলেন, গতকালও শুনেছি দাম কমবে কিন্তু কমেনি। সরকার তো নির্দেশনা দিয়েছে আরও আগে, কিন্তু এখনো দোকানদাররা বলে তেলের ডিলাররা দাম কমায়নি। আরও ২-১ দিন সময় লাগবে তারপর কমবে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ