বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে আগামী ৮ই মার্চ। যুব সমাজের উদ্যোগে ডিক্রীর চর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার পারভীন ওসমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন এবং অনুষ্ঠানের উদ্বোধন করবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুল করিম বাবু।
আলীরটেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আলী নুর মোল্লার সভাপতিত্বে এতে আরও উপস্থিত থাকবেন সদর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আলীরটেক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির প্রতিষ্ঠাতা সেলিম প্রধান।
এছাড়াও উপস্থিত থাকবেন আলীরটেক ইউপি মেম্বার রওশন আলী, আব্দুল মান্নান, ফিরোজ মিয়া, জাকির হোসেন, ওসমান গণি, রাসেল চৌধুরী, ফারুক হোসেন, শফিকুল ইসলাম শাহীন, মো. বাচ্চু, বক্তাবলী ইউপি মেম্বার আখিল উদ্দিন, আমজাদ বাঁধন প্রমুখ। ফাইনাল খেলায় অংশগ্রহনকারী দল দুটি হলো গোপালনগর বন্ধু মহল ও রাজাপুর জনতা ক্লাব।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ