1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. sohag42000@gmail.com : sohag :
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মামুন মাহমুদ কে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে টঙ্গীবাড়ি জাসাসের কর্মী সম্মেলন ও আলোচনা সভা আলী আজিমকে মুক্তি দেয়ায় সরকার এবং আন্দোলনরত ট্যাংকলরী শ্রমিকদের  ধন্যবাদ জানিয়েছেন শ্রমিক ফেডারেশনের  সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা মরহুম ফারুক আহাম্মদ স্মৃতি ব্যাডমিন্টন খেলার শুভ উদ্ভোধন করলেন রাজিব সিদ্ধিরগঞ্জে বিএনপি’র শীতবস্ত্র বিতরন অনুষ্টানে গোদনাইল থেকে বিএনপি নেতাদের যোগদান লৌহজংয়ে ৯ বোতল বিদেশি মদসহ ১ মাদক কারবারি গ্রেফতার লৌহজংয়ে ইউনুছ খান মেমোরিয়াল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিদ্ধিরগঞ্জে অশোভন আচরণ করায় স্কুল শিক্ষক লাঞ্চিত লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নাসিক ৭নং ওয়ার্ডে মামুন মাহমুদের অনুষ্ঠানে ছাত্রদল নেতা নয়ন-নাহিদের নেতৃত্বে শোডাউন

আলী আজিমকে মুক্তি দেয়ায় সরকার এবং আন্দোলনরত ট্যাংকলরী শ্রমিকদের  ধন্যবাদ জানিয়েছেন শ্রমিক ফেডারেশনের  সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

ট্যাংকলরি শ্রমিকদের কঠোর আন্দোলনের চাপে পড়ে অবশেষে মক্তি দেয়া হলো খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে। ২৯ জানুয়ারী বুধবার সকালে তাকে মুক্তি দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন   ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের গোদনাইল মেঘনা ডিপো শাখার আহবায়ক শ্রমিক নেতা এসএম আসলাস। বিএনপি অফিস ভাংচুরের মামলায় গত রোববার দুপুরে আলী আজিমকে আটক করে পুলিশ। বিএনপির অফিস ভাঙচুরের মামলায় গত সোম ও মঙ্গলবার দুদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর প্রতিবাদে গত রোববার থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। কিন্তু জামিনা না দেওয়ায় খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিকদের সাথে একাত্ত্বতা ঘোষনা করে আলী আজিমকে মিথ্যা মামলায় গ্রেফতার ও জামিন দেয়ার দাবীতে সারাদেশের সকল তেল ডিপোতে গত মঙ্গলবার অর্ধ দিবসের কর্মবিরতি কর্মসূচীর ঘোষনা করেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন। এরফলে গত মঙ্গলবার সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের সকল তেল ডিপোতে কর্মবিরতি পালন করে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা। যার নেতৃত্ব দেন ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার আহবায়ক শ্রমিকদল নেতা এসএম আসলাম ও পদ্মা শাখার আহবায়ক জাহিদ হোসেন। এ সময় সকল ডিপো থেকে জ্বালানি তেল  উত্তোলন ও পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকে। কর্মবিরতি থেকে আলী আজিমকে মুক্তির দাবী জানান। দাবী মেনে নেয়া না হলে কেন্দ্রের সিদ্ধান্ত অনুয়ায়ী বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে। সারা দেশের ট্যাংকলরী শ্রমিকদের কর্মবিরতির চাপে পড়ে অবশেষে আজ ২৯ জানুয়ারী সকালে তাকে মুক্তি দেয়া হয়েছে।

এদিকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে মুক্তি দেয়ায় সরকারকে এবং আন্দোলনরত বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক নেতাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। গন মাধ্যমে প্রেরিকেএক বিবৃতিতে তিনি বলেন, কঠোর আন্দোলনের চাপে পড়ে সরকার বাধ্য হয়েছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে মুক্তি দিতে। এরফলে সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে বলে আমরা মনে করি। আমরা যদি একতাবদ্ধ থাকি তাহলে কোন ষড়যন্ত্র আমাদের দমাতে পারবে না। এদিকে সরকার ট্যাংকলরি শ্রমিকদের পালস বুঝতে পেরে আলী আজিমকে মুক্তি দিয়েছেন এজন্য সরকারকে ধন্যবাদ জানাই। এরপরেও যদি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের নেতাকর্মীদের হয়রানি করা হয় সেক্ষেত্রে আলোচনা করে প্রয়োজনে আবারও কর্মসূচি হাতে  নেয়া হবে বলে জানান তিনি। এদিকে আলী আজিমকে মুক্তি দেয়ায় আন্দোলনের চতুর্থ দিনে বুধবার কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। এরফলে আজ বুধবার সকাল ৮টায় খুলনা, বাগেরহাট, যশোরসহ ১৬ জেলার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু। খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে মুক্তি দেয়ায় আমরা কর্মবিরতি স্থগিত করেছি। আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে গত রোববার থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এ কারণে গত তিন দিন ধরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৬ জেলায় পরিবহন বন্ধ থাকে। এতে তেলের মজুদ শেষ হয়ে জ্বালানি তেল শূন্য হয়ে পড়েছে খুলনার অধিকাংশ পেট্রোল পাম্প। তেল না পেয়ে ফিরে যেতে হয়েছিলো চালকদের। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park