বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, শেখ হাসিনার ধ্বংস করা গণতন্ত্রকে বিএনপি উদ্ধার করবে। যার নেতৃত্বে থাকবেন তারেক রহমান। যুবকদের জন্য কর্মসংস্থান করবে বিএনপি। এছাড়া আগামীতে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিবে আমাদের দল।
আজ শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ১৭ বছর পরে উন্মুক্ত ও বাধাহীন পরিবেশে উপজেলার সিংহেরহাটি মাঠে কনকসার ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় নেতাকর্মীর ঢল নেমেছিল। কর্মীসভা রীতিমতো জনসভায় পরিণত হয়।
কনকসার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ কামাল ঢালীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন বিএনপির সদস্য সচিব আরমান হোসেন খান পান্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য এম শুভ আহম্মেদ, ওমর ফারুক অবাক, সেচ্ছাসেবক দলের সমাজ কল্যান সম্পাদক কাজী আহসান বায়েজিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক রাসেল, যুগ্ম আহবায়ক তানভীর আহম্মেদ অভি, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহআলম শিকদার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শুরুর আগে থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল স্লোগান দিয়ে সভায় আসতে থাকে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। মঞ্চে অধিক সংখ্যক বক্তা থাকায় সভা বিকাল ৪টায় শুরু হয়ে রাত ৮ টায় শেষ হয়। বক্তব্য শেষে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাহফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।##
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ