মাদক বিক্রেতাদের হুশিয়ারী উচ্চারন করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি ও মহানগর শ্রমিকদলের আহবায়ক এসএম আসলাম বলেছেন, আমরা ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করে দিয়েছি। যদি কেহ মাদকের সাথে জড়িত থাকেন, তাহলে হাত-পা ধুয়ে ঘরে বসে যান। অন্যথায় কেহ ছাড় পাবেন না। কেহ মাদকের ব্যবসা করবেন, মাদক সেবন করবেন কাউকে ছাড়া হবে না। কারন, এদেশের হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, সেই রক্ত বিফলে যেতে দিবো না। তাই যারা এধরনের জঘন্য কাজের সাথে জড়িত তাদের বলবো আপনারা নিজেরা এ ধরনের অন্যায় কাজ করবেন না, কাউকে অন্যায় করতে উৎসাহ দিবেননা। সেখানে দেখবেন অন্যায় হয়েছে সেখানে বাধা হয়ে দাড়াবেন। কারন আমরা এদেশটাকে সুন্দরভাবে গড়তে চাই। আমরা শান্তি-শৃংখলাভাবে দেশটা গড়বো। আপনারা আমাদের এ কাজে সহযোগীতা করেন। গতকাল ৬ অক্টোবর রবিবার বিকালে আদমজী বিহারী কলোনীতে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের কার্যালয় উদ্ধোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো: মোস্তফার সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিবহন শ্রমিক দলের সদস্য সচিব নাজমুল হাসান, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও মহানগর শ্রমিকদলের যুগ্ন-আহবায়ক আব্দুল হাই রিংকু, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি শামীম, প্রচার সম্পাদক আকরাম হোসেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি আরশাদ গাজী, নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারন সম্পাদক আশিকসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি ও মহানগর শ্রমিকদলের আহবায়ক এসএম আসলাম আরো বলেন, ছাত্রজনতা ও শ্রমিকদের যৌথ আন্দোলনের মাধ্যমে এ দেশে আ.লীগ ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তারপর থেকে এদেশের মানুষ একটু স্বস্তিতে নি:শ^াস ফেলতে পারছে। আমরা প্রতিটি জায়গায় এদেশের মানুষের প্রত্যাশা প্রতিফলনের জন্য কাজ করে যাচ্ছি। এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার এবং মানুষের মৌলিক অধিকার যেনো পুনরায় দেশ ফিরিয়ে আনা যায় সেজন্য কাজ করে যাচিছ। এদেশের মানুষ ৭১’ এর স্বাধীনতার পর ৫ আগষ্ট যে স্বাধীনতা পেয়েছে তা অক্ষুন্ন রাখতে, দেশের শান্তি-শৃংখলা বজায় থেকে বর্তমান অন্তবর্তীকালীন সরকার যেনো একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে একটি গনতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে পারে সে লক্ষ্যে আমরা দলমত নির্বিশেষে কাজ করে যাচ্ছি। আমাদের জাতীয়তাবাদী দলের নাম বিক্রি করে কেহ যেনো কোন ধরনের সন্ত্রাসী, চাদাবাজি এবং অন্যায় কাজ করলে তা আমাদের জানাবেন। আপনারা কেহ সন্ত্রাসী, চাদাবাজির কাজে লিপ্ত হবেননা। আমাদের সুনাম নষ্ট করবেন না। আমাদের জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন প্রতিনিয়ত আমাদের এ ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন। সতর্ক করছেন। আমরা যেনো সকলকে সন্ত্রাস, চাদাবাজি থেকে বিরত রাখি। কারন সামনে আমাদের ভবিষ্যৎ রয়েছে। সে নিয়ে আমাদের ভাবতে হবে। সেই সুদুর লন্ডন থেকে আমাদের প্রিয় নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশনা দিচ্ছেন আমরা যেনো সুশৃংখল থাকি। কোন ধরনের অন্যায় কাজে জড়িয়ে না যাই। আমরা তার সেই নীতিতে দেশটাকে গড়ার লক্ষ্যে তার নির্দেশনা মেনে চলবো। তিনি সকলকে অন্যায় কাজে বাধা হয়ে দাড়ানো আহবান জানান।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ