বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আতœার মাগফিরাত কামনা, আহতদের সুস্থ্যতা এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় গতকাল শুক্রবার বাদ আসর নাসিক ৮নং ওয়ার্ডস্থ গোদনাইল তাঁতখানা এলাকায় দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদল এবং সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের যৌথ উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ।
তাঁতখানা বায়তুল আমান জামে মসজিদে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের যুগ্ন আহবায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সামসুদ্দিন মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সংগ্রামী সাধারন সম্পাদক কারা নির্যাতিত নেতা জাহাঙ্গির হোসেন স্বাধীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো: ডালিম প্রধান, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহ-সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল্লাহ মুজিব, যুগ্ন-সম্পাদক শাহ-আলম, নাসিক ৮নং ওয়ার্ড শ্রমিকদলের যুগ্ন-আহবায়ক মকবুল হোসেন, শহিদুল্লাহ, ফারুক হোসেন, হামিদুল, আবুল হোসেন, হয়রত আলী, সদস্য জাকির হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন তাঁতখানা বায়তুল আমান জামে মসজিদের খতিব মনিরুল ইসলাম চাদপুরী।##
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ