মেঘনা নদী থেকে উদ্ধার সেই অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে
দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করেছে নৌ-পুলিশ। নিহত যুবক সজীব পেশায় একজন বেলপুরি বিক্রতা এবং রূপপুরের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ হাবিবুল্লাহ। তিনি জানান, লাশ উদ্ধারের পর আমরা পরিচয় শনাক্ত করতে পেরেছি। নিহতের পরিবার আমাদের জানিয়েছে যে, সজীব নিত্যদিনের মতোই বেলপুরি বিক্রি করতে বাসা থেকে বের হয়। কিন্তু সেখানে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ লাগে। সংঘর্ষ থেকে বাচঁতে সে নদীতে লাফ দেয়। কিন্তু নদী থেকে সে আর বেঁচে উঠতে পারেনি। প্রসঙ্গত, এর আগে একই দিন দুপুরে সোনারগাঁয়ের কলাগাছিয়া দরিগাও এলাকায় মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী। এসময় নৌ পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।