শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবী আদায়ের লক্ষে বৈষম্যবিরোধী ছাত্র ছাত্রীর ডাকা অনির্দিষ্টকের অসহযোগ আন্দোলনে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ।সরকারি ও বেসরকারি একাধিক স্থাপনায় হামলা ও ভাংচুর।আহত অর্ধশতাধিক।
সারাদেশে এক যুগে শেখ হাসিনার পদত্যাগের দাবীতে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র ছাত্রী আন্দোলন।এই আন্দোলনে একতা প্রকাশ করেছে অভিভাবক সহ শিক্ষক,চিকিৎসক, গার্মেন্টসকর্মী,অগ্নি নির্বাপককর্মী, বিভিন্ন রাজনৈতিক দল সহ সরকারি ও বেসরকারি শ্রেনী পেশার মানুষ।
এসময় আন্দোলন চলাকালীন সময় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে থেকে উৎসক জনতা ও শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ রায়ফেল ক্লাব, নারায়ণগঞ্জ জেলা পরিষদ, শীতল পরিবহণ কাউন্টার, এড মাহমুদা মালার চেম্বার, শীতল পরিবহনে হামলা অগ্নিসংযোগ করে।এছাডাও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, শ্যামলি বাস কাউন্টার, শান্তনা প্লাজা, বেইলী টাওয়ার সহ একাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর করে এবং চাষাড়া ও চানমারী অগ্নিসংযোগ করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ