কোটার যৌক্তিক সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জে গায়েবানা জানাজা পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) দুপুর দুইটায় শহরের প্রানকেন্দ্র চাষাঢ়ায় এই জানাজা পাড়ানো হয়।
এর আগে, সকাল থেকে কোটার যৌক্তিক সংস্কারের দাবীতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের নানান স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
এদিকে অবরোধের কারণে বন্ধ করে দেওয়া হয় শহর মুখি সকল গাড়ি চলাচল। বিভিন্ন পরিবহন চলাচল করতে না দিলেও, চিকিৎসা জনিত গাড়ি নিজ দায়িত্বে পাড় করে দেন তারা।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ