সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লিবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টি। রোববার (১৪ জুলাই) বাদ আসর নবীগঞ্জ টি হোসেন রোডে অবস্থিত জেলা ও মহানগর জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে এই দেয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানগর জার্তীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জার্তীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল।
আরও উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি আজিজুর রহমান বাদল, সহ-সভাপতি সাঈদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ফয়সাল ভুইয়াসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ