বইছে ম্যান্স টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেজ। গ্রুপ-ডি এর পর্বে আগামীকাল বাংলাদেশি সময় ভোর সাড়ে ৬ টায় শ্রীলঙ্কার মুখমুখি হবেন টাইগার্সরা। শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ জয়ের অভিযান শুরু করবে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে বাজে ফর্মে থাকলেও বিশ্ব আসরে ঘুরে দাঁড়ানোর আশা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। এক সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত গণমাধ্যমকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে টপ অর্ডাররা ভালো করেনি বা করছে না। কিন্তু কালকের দিনটা পুরোপুরি নতুন দিন এবং অনুশীলনে যার যে জায়গায় সমস্যা আছে সবাই শতভাগ দিচ্ছে। উন্নতির জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে। অনুশীলন দেখে বা নেটে ব্যাটিং দেখে মনে হয়েছে সবাই আগের থেকে ভালো অবস্থায় আছে। আগে কী হয়েছে এটা চিন্তা না করে কালকে একটা নতুন দিন। কালকে আমরা কেউই জানি না কে ভালো খেলবে, কে খারাপ খেলবে। আশা করছি যেভাবে আমাদের ব্যাটাররা প্রস্তুতি নিয়েছে ওইটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে ভালো ম্যাচ হবে।’
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ