দ্বাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা -সিদ্ধিরগঞ্জ ) আসনে বিপুল ভোটে চতুর্থ বারের মতো জয়লাভ করেন আওয়ামী লীগের (নৌকার ) প্রার্থী একেএম শামীম ওসমান। রবিবার (৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়, প্রকাশিত ফলাফল অনুযায়ী নারায়ণগঞ্জ-৪ আসনের ২২৯ টি কেন্দ্রে নিয়ে মোট ভোট গণনা করা হয়। সেই হিসাব অনুযায়ী প্রার্থী একেএম শামীম ওসমান ১,৯৫,৮২৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাকের পার্টির প্রার্থী মুরাদ হোসেন জামাল ভোট পেয়েছেন ৭,২৬৯ টি ভোট।




































































































