1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. sohag42000@gmail.com : sohag :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশনের ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র জনসভা সফল করায় ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সকলকে অভিনন্দন আগামী নির্বাচনে জাতীয় সংসদে সব দলের প্রতিনিধির অংশগ্রহণ রাখার আহ্বান- লৌহজংয়ে রেজাউল করীম নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র জনসভায় মোর্শারফ, ছালাম ও কামরুজ্জামানের এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান ৫ই আগস্ট সরকারের সাথে পুলিশ বাহিনীও পরাজিত হয়েছে …………….. মুহাম্মদ গিয়াসউদ্দিন আসন্ন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি:  সভাপতি পদে এগিয়ে একে হিরা শেখ হাসিনার বিচার কেন হবে না প্রশ্ন ড. ইউনূসের না.গঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখাওয়াত…. অপকর্ম করলে, দল ব্যবস্থা নিতে কোন দ্বিধা বোধ করবে না না.গঞ্জে ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র ও গুলি জমা না দিলে মামলা বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি অকিল ভুইয়ার শুভেচ্ছা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

 মিয়ানমার থেকে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গাকে আশ্রয়দানকারী দেশ হিসেবে বাংলাদেশকে সহায়তা করতে দৃঢ় প্রতিশ্রুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক প্রশ্নের লিখিত জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানায়। মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাতের আঁচ এসে পড়েছে বাংলাদেশেও। এরই মধ্যে মিয়ানমার থেকে ছোড়া গোলায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি নাগরিক। সংঘর্ষ আর ওপার থেকে ভেসে আসা তীব্র গোলা-বারুদের শব্দে আতঙ্কে দিন কাটছে মিয়ানমার সীমান্তে থাকা জনপদগুলোয়। আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাতে টিকতে না পেরে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের দুই শতাধিক সদস্য।

গত ১ ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে মিয়ানমারে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত এবং বাংলাদেশে কয়েক লাখ রোহিঙ্গার আশ্রয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়। প্রশ্নের প্রায় এক সপ্তাহ পর এ বিষয়ে লিখিত জবাব দেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

মিলার বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা ইস্যুতে অতীতের মতো সব ধরনের সহায়তা দেয়ার কথাও বলা হয়। এ ছাড়া জান্তা বাহিনীর সামরিক অভ্যুত্থানের কারণে মিয়ানমারে চরম মানবিক সংকটের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট হচ্ছে বলেও মনে যুক্তরাষ্ট্র। অবিলম্বে মিয়ানমারের বেসামরিক নাগরিকদের ওপর দমনপীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বানও জানায় দেশটি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park