স্বপ্ন গড়ি, সাহস লড়ি, দেশের কল্যানে কাজ করি’- এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮ অক্টোবর) সকালে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকারের সভাপতিত্বে প্রধন অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন৷
সহকারী শিক্ষক রুমা বেগমের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহবুবা নাসরিন৷ এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্রচন্দ্র দাস৷ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আফিয়া তাহসিন, রেহনুমা রাজ্জাক, রাবেয়া বসরি প্রমুখ৷ ##