প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নারায়ণগঞ্জ এর আয়োজনে সামাজিক উন্নয়ন সংঘ ‘যুব সমাজ কল্যান সংগঠন’ নাসিক ৮নং ওয়ার্ডের ব্যবস্থাপনায় গতকাল ২ জানুয়ারী বৃহস্পতিবার ২দিন ব্যাপী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মোবাইল রিহ্যাবিলিটেশন ভ্যান এর মাধ্যমে বিনামূল্যে ভ্রাম্যমান চিকিৎসা সেবা ক্যাম্পেইন শেষ হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংগঠনের তাঁতখানা বৌ-বাজারস্থ কার্যালয়ে বহু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। বৃহস্পতিবার শেষ দিনের রোগীর উপস্থিতি ছিলো নজরকাড়ার মতো। অসহায় রোগীরা সেবা পেয়ে অনেক খুশি।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র প্রচার সম্পাদক মো: রফিক, যুব সমাজ কল্যান সংগঠনের সভাপতি আব্দুর রহিম, বিএনপি নেতা সুমন, রাজু, সোহেল, রাকিব, ইব্রাহীম আক্তারসহ আরো অনেকে। এদিকে গত দুইদিন সেবা নিতে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী রোগী সংগঠনের কার্যালয়ে আসেন। এখানে যেসকল সেবা দেয়া হয়েছে তাহলো. প্রতিবন্ধীকতার ধরণ নির্ণয়, স্ট্রোক, প্যারালাইসিস, সেরিব্রাল পালসি ফিজিওথেরাপি, অটিজম বিষয়ক সেবা, শ্রবণ ও দৃষ্টি দেবাসহ বিভিন্ন ধরনের রোগ।##
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ