মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে মহানগর শ্রমিকদলের আহবায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি এসএম আসলাম নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে এসএম আসলাম বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নারায়ণগঞ্জবাসীর অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। ১৬ ডিসেম্বর বাংলাদেশিদের গৌরবময় জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। মহান বিজয় দিবস জাতির হাজার বছরে শৌর্যবীর্য ও বীরত্বের গৌরবময় দিন। মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া মুক্তিযুদ্ধে দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে ১৯৭১ সালের এদিনে আমরা দেশমাতৃকাকে শত্রুমুক্ত করতে সক্ষম হই। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে উদিত হয় স্বাধীনতা সূর্য। বিজয়ী হয়ে অর্জন করি স্বাধীনতা। এ স্বাধীনতাযুদ্ধে যারা আত্মদান করেছেন, সেসব বীর শহিদদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।
আল্লাহ্ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।’
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ