গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ইব্রাহীম টেক্সটাইল মিলের বালুর মাঠে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজির বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন করা হয়। জণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন। সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপি’র সংগ্রামী সভাপতি কারা নির্যাতিত নেতা ডিএইচ বাবুল। সঞ্চালনায় ছিলেন সংগ্রামী সাধারন সম্পাদক কারা নির্যাতিত নেতা জাহাঙ্গির হোসেন স্বাধীন। সভা সফল করার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভায় যোগদান করেন। এ সময় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেন, কোষাধক্ষ্য আব্দুস ছালাম ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কামরুজ্জামানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে ৮নং ওয়ার্ড বিএনপি’র জনসভায় যোগদান করেন। মিছিলে সিদ্ধিরগঞ্জের মাটি বিএনপি’র ঘাটি. তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, গিয়াস ভাইয়ের ভয নাই, রাজপথ ছাড়ি নাই। ইত্যাদি শ্লোগানে গোদনাইল ইব্রাহীম টেক্সটাইল মিলের বালুর মাঠ ও তার আশপাশ এলাকা মুখরিত হয়ে উঠে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ