সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে নারী গার্মেন্টস কর্মীকে ধর্ষণের চেষ্টা মামলায় সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে অভিযুক্ত নাশকতাসহ একাধিক মামলার আসামি বিএনপি নেতা ভূমিদস্যু এসএম আমিনুল হক টুটুলের ম্যানেজার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মো.আব্দুল মমিন হেলাল (২৮) কে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় কদমতলী গ্যাস লাইন এলাকা থেকে অভিযুক্ত লম্পট মো. আব্দুল মমিন হেলালকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই রিন্টু চন্দ্র দে। তিনি আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মো. আব্দুল মমিন হেলাল খুলনা জেলার কয়রা থানা এলাকার সাহাব উদ্দিন সানার ছেলে। বর্তমানে সে কদমতলী গ্যাস লাইন এলাকার কাদের মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি নাশকতাসহ একাধিক মামলার আসামি বিএনপি নেতা ভূমিদস্যু এসএম আমিনুল হক টুটুলের ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।
থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী পেশায় একজন গার্মেন্টস কর্মী। তিনি বর্তমানে আদমজী ইপিজেড এ একটি প্রতিষ্ঠানে চাকুরী করেন। অভিযুক্ত হেলালের সাথে ভুক্তভোগীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। অভিযুক্ত বিভিন্ন সময় ওই নারীকে কু-প্রস্তাব দিতেন। রাত নয়টার সময় ভুক্তভোগী তার কর্মস্থল হতে বাসায় যাওয়ার পথে কদমতলী গ্যাস লাইন এলাকায় অভিযুক্তের এক্সপার্ট জোন নামক দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত আব্দুল মমিন হেলাল ওই নারীকে কথা বলার সুবাদে দোকানের ভিতরে ডেকে নিয়ে পিস্তলের ভয় দেখিয়ে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং অনৈতিক কর্মকান্ডের প্রস্তাব দেন।ভুক্তভোগী বাধা দিলে অভিযুক্ত হেলাল এ ঘটনা কাউকে বললে তাকে খুন করারও হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীর ডাক চিৎকারে আশে পাশের লোকজন এসে ওই নারীকে উদ্ধার করে। পরে আসামির বিরুদ্ধে গার্মেন্টস কর্মীর অভিযোগে মামলা হলে তাঁকে পুলিশ গ্রেফতার করে। গ্রেপ্তার করার পরপরই তাকে ছাড়াতে থানায় এসে বিভিন্ন ভাবে তদবির করেন আমিনুল হক টুটুল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিভিন্ন সময় হেলালের দোকানে কেনাকাটা করতে আসলে সেই সুবাদে অনেক নারীদেরকেই কুপ্রস্তাব, অনৈতিক কর্মকান্ডে লিপ্ত ও হুমকির ঘটনায় হেলালের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এলাকাবাসী আরও জানায়, বিএনপি নেতা একাধিক মামলার আসামি সন্ত্রাসী এসএম আমিনুল হক টুটুলের ছত্রছায়ায় হেলাল দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে। হেলালের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই উল্টো বিভিন্নভাবে ভয়ভীতি দেখান ওই বিতর্কিত বিএনপি নেতা ভূমিদ্যসু আমিনুল হক টুটুল।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ