মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে লাখো মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ৫৪টি দেশের ৬ হাজার ৩৬জন বিদেশি মুসল্লি ময়দানে অবস্থান করছেন। বিদেশি মুসল্লিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের লাখো মুসল্লিদের অংশগ্রহণে দুপুর ১টা ৫০ মিনিটে জুমার জামাত শুরু হয়। জুমার নামাজে ইমামতি করেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা সা’দের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ