স্টাফ রিপোর্টার: ফরিদপুরের নগর কান্দার উপজেলার মোহাম্মদ মোখলেসুর রহমান (৩৭) নামের এক আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে ৮ পরিবার নিঃস্ব হওয়ার অভিযোগ উঠেছে। আদম ব্যবসায়ী মুখলেসুর রহমান উপজেলার কেনাগ্রাম বড় মানিকদী গ্রামের মুহাম্মদ আলতাব উদ্দিনের ছেলে।
এ বিষয়ে ভুক্তভোগী পল্টন থানায় অভিযুক্ত আদম ব্যবসায়ী মোহাম্মদ মোখলেসুর রহমান ও তার সহযোগী রাখি রানি দাস (২৮), মো. শহিদ (৪২), এর বিরুদ্ধে মো. জহির উদ্দিন বাদি হয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে।
অভিযোগ সূত্র যানা যায়, মোখলেসুর রহমানের অফিস ৭০ এফ ৬ষ্ঠ ফ্লোর পুরানা পল্টন ঢাকা এর অফিসে বসিয়া কিরগীস্থানে লোক পাঠানোর জন্য সর্ব মোট ২০ লাখ টাকা প্রদান করা হয়৷ এর মধ্যে ৮জন লোক পাঠানো হলে তাদের ভিসা করে দেয়া হয়নাই৷ পরবর্তীতে আমি বিবাদীদের সাথে যোগাযোগ করলে তারা এই সংক্রান্তে ৯ লাখ ২০ হাজার টাকা ফেরত দিবে বলে লিখিত দেয়৷ কিন্তু লিখিত অনুযায়ী দেয়া সময়ে টাকা পরিশোধ করে নাই৷ তাদের অফিসে যোগাযোগ করলে বিবাদীরা টাকা না দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ হুমকি ধমকি প্রদান করে৷
এ বিষয়ে মোখলেসুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়৷
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ