নারায়ণগঞ্জ জেলা বিএনপির ইফতার মাহফিলে জেলার শীর্ষ দুই নেতার অনুপস্থিতিতে দলের ভেতর সমালোচনা শুরু হয়েছে। জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের কেউই উপস্থিত হননি ইফতার মাহফিলে।
একই অনুষ্ঠানে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই।
দলের একটি অংশ জানায় বেশ কয়েকটি মামলায় এখনও জামিন না থাকায় ইফতার মাহফিলে অংশ নিতে পারেননি গিয়াস ও খোকন। তবে দলের নেতাকর্মীদের দাবী চাইলে ইফতার মাহফিলে উপস্থিত হতে পারতেন তারা।
শুক্রবার (২৯ মার্চ) সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
একই এলাকায় জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের বাড়ি। ইফতার মাহফিলের আয়োজন থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড নেপথ্যে থেকে তিনি পরিচালনা করেছেন বলে জানা গেছে। এর আগে ইফতার মাহফিলের প্রস্তুতি সভায়ও তাকে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে দেখা গেছে। তবে অজানা কারণে ইফতার মাহফিলের দিন তিনি উপস্থিত ছিলেন না। কর্মসূচিতে অংশ না নেয়ার কারণ হিসেবে মামলায় জামিন না পাওয়ার বিষয়টি সামনে এনেছেন তার ঘনিষ্ঠজনেরা।
তবে নিজে উপস্থিত হতে না পারলেও ইফতার মহফিলের পুরো আয়োজন থেকে শুরু করে সবকিছু নিজের তত্ত্বাবধায়নে করেছেন গিয়াসউদ্দিন। তিনি ও তার অনুগতরা ইফতার মহফিল সফল করতে সর্বাত্মকভাবে কাজ করেছেন।
অন্যদিকে জেলা বিএনপির কমিটি গঠিত হওয়ার পর থেকেই অনেকটা রাজনীতি থেকে দূরে সরে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। ঢাকায় দুয়েকটা কর্মসূচিতে দেখা গেলেও আন্দোলনের পুরো সময়টা দলীয় নেতাকর্মীরা তার দেখা পায়নি। সর্বশেষ বিএনপির ইফতার মাহফিলেও উপস্থিত হননি খোকন। মামলায় জামিন না পাওয়ার ফলে তিনি আসতে পারেননি বলে জানিয়েছে তার বলয়ের নেতাকর্মীরা।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ